ঈদের ছুটি কাটাতে চতুর্থ শ্রেণির ছাত্র ববি তার বাবা আর মায়ের সাথে বরিশাল থেকে স্টিমারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘটনাক্রমে ববি ভিন্ন এক স্টিমারে উঠে পড়লে বিচ্ছিন্ন হয়ে যায় তার বাবা-মায়ের কাছ থেকে। স্টিমার ছেড়ে দেওয়ায় স্টিমার থেকে নামতেও পারে না সে, বুঝতে পারে একাই এখন তাকে ঢাকায় যেতে হবে। তাতে খুব একটা ঘাবড়ায় না ববি। কারণ তার সাথে আছে তার প্রিয় স্কুলব্যাগ এবং তার বাবার ছোট্ট হ্যান্ডব্যাগ। আর এই হ্যান্ডব্যাগে আছে এক লক্ষ টাকা। টাকাগুলোকে রক্ষা করাই এখন তার মূল কাজ। কিন্তু সমস্যা একটাইÑÑ তার পিছনে লেগেছে নাছোড়বান্দা তিন চোর সাদেক, খবির আর ভোলা। অবশ্য ববিও কম যায় না, পদে-পদে নাজেহাল করতে থাকে তিন চোরকে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। একসময় আটকে পড়ে তিন চোরের ফাঁদে, টাকাগুলোও হাতছাড়া হয়ে যায়।
শেষ পর্যন্ত কি ববি পেরেছিল টাকাগুলো উদ্ধার করতে আর নিজেকে রক্ষা করতে?