এক ঝড়ো সন্ধ্যায় হঠাৎ রাশেদ সাহেবের বাড়িতে বশির আলী নামের হাতকাটা অদ্ভুত এক আত্মাসাধক এসে উপস্থিত হয়। সকলের কৌতূহল রক্ষার্থে আত্মাসাধক বশির আলী ডেকে নিয়ে আসে এক বিশেষ অশরীরী আত্মাকে। ভয় আর আতঙ্কে সবাই যখন দিশেহারা ঠিক তখনই আত্মা দাবি করে বসে এই বাড়ির অন্য যে কারো আত্মা তার চাই-ই-চাই। রাশেদ সাহেবকেই সিদ্ধান্ত দিতে হবে পরিবারের কার আত্মা তিনি উৎসর্গ করবেন। অন্যথায় অশরীরী আত্মা রাশেদ সাহেবের বড়ো মেয়ে পূর্বার আত্মা নিয়ে নেবে। অর্থাৎ নিশ্চিত, নিষ্ঠুর আর করুণ মৃত্যু ঘটবে সবার প্রিয় পূর্বার। শেষ পর্যন্ত কি রাশেদ সাহেবের পরিবার ভয়ানক এই অশরীরী আত্মার হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল?
Reviews
There are no reviews yet.