পৃথিবীর প্রেসিডেন্ট জি পেরোর কাছে হঠাৎই একটি সংবাদ পৌঁছায়। পৃথিবীর মহাকাশ সীমানায় অপরিচিত একটা স্পেসশিপ ঘুরে বেড়াচ্ছে যার অভ্যন্তরের প্রাণীরা নিজেদেরকে ক্রিকি বলে পরিচয় দিচ্ছে। ক্রিকিদের একটাই দাবী, তারা পৃথিবীতে অবতরণ করতে চায়। কিন্তু পৃথিবীর প্রেসিডেন্ট জি পেরো আন্তঃমহাজাগতিক নিয়ম ভঙ্গ করে কোনোক্রমেই ক্রিকিদের পৃথিবীতে অবতরণ করতে দিতে রাজি নন। প্রেসিডেন্ট বুঝতে পারেন ক্রিকিরা পৃথিবী দখল করার ভয়ংকর ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে ক্রিকিদের সাথে যুদ্ধ শুরু হয় পৃথিবীর নিরাপত্তা বাহিনীর, কিন্তু পৃথিবীর নিরাপত্তা বাহিনী পেরে উঠে না ক্রিকিদের সাথে। এমন কি পারমাণবিক আক্রমণেও ক্রিকিদের কাছে পরাজিত হয় পৃথিবীর নিরাপত্তা বাহিনী। এ সুযোগে ক্রিকিরা দ্রæত গতিতে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে, দখল করে নিতে থাকে পৃথিবীকে।
শেষ পর্যন্ত কি প্রেসিডেন্ট জি পেরো পেরেছিলেন পৃথিবীকে রক্ষা করতে?