নোরা কিছুতেই তার বন্ধু পাভেলের আচরন মেনে নিতে পারছে না। পাভেল কাউকে হত্যা করতে ও দ্বিধা করছে না। তাহলে পাভেল কি তাকে ও হত্যা করবে? করতে ও পারে। কারন পাভেল গিপিলিয়ায় আক্রান্ত। গিপিলিয়া হলো ভয়ংকর এক রোগ যা কিনা ইরো নামের প্রাণী সাথে করে নিয়ে এসেছে। আর মাত্র কয়েকদিন। তারপর পৃথিবীর সবাই গিপিলিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে অন্ধ হয়ে যাবে,তারপর মৃত্যবরন করব। পৃথিবী তখন চলে যাবে গিপি নামক অন্য এক ভিনগ্রহের প্রানীদের দখলে। সত্যি কি তাহলে পৃথিবী থেকে মানুষেরা নিশ্চিহ্ন হয়ে যাবে? আর মানুষের পৃথিবী হবে গিপিদের পৃথিব?