রাঙামাটি ভ্রমণে এসে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয় শিশির আর লেলিন। তাদের পাশের কুটীরে রাতের অন্ধকারে খুন হয়ে যান প্রফেসর হামিদ। তারা বুঝতে পারে হাজার বছর ধরে রক্ষিত দুটো ডাইনোসরের ডিমের জন্যই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে প্রফেসর হামিদকে। কিন্তু কোথায় সেই অমূল্য আর দুর্লভ ডাইনোসরের ডিম? তাহলে কি তা পাচারকারীদের হাতে পড়েছে? না কি কেউ বিক্রি করে দিচ্ছে বিদেশীদের কাছে? সেই রহস্যের বেড়াজাল ভেদ করতে গিয়ে নির্জন পাহাড়ের উপর বন্দি হয়ে পড়ে দুই ভাই। কেউ নেই তাদেরকে উদ্ধার করতে, মৃত্যু আসন্ন। এদিকে ডাইনোসরের ডিমও হাত ছাড়া হয়ে গেছে।
শেষ পর্যন্ত কি শিশিলিনের ক্ষুদে দুই সদস্য উদ্ধার করতে পেরেছিল ডাইনোসরের ডিম দুটোকে? রক্ষা করতে পেরেছিল দেশের অমূল্য আর দুর্লভ সম্পদকে?