স্পিডিনের ভিতরে প্রবেশের পরই অডিন বুঝতে পারল সে বন্দি। সে আরো বুঝতে পারল রুটো, শিইনা আর বিটিন ভয়ংকর পরিকল্পনা করেছে তাকে নিয়ে। সবসময়ই তার পিছনে একটা রোবটকে পাহারায় লাগিয়ে রেখেছে। সে যেখানে যাচ্ছে আঠার মতো লেগে থাকছে রোবটটা। এদিকে ইয়ান আর নিলির সন্ধানও পায়নি সে। আদৌ ইয়ান, নিলি বেঁচে আছে কিনা তাও জানে না। বুঝতে পারছে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। এত সহজে সে ইয়ান আর নিলিকে উদ্ধার করতে পারবে না। কারণ বিটিন ততক্ষণে ইয়ান আর নিলিকে বিক্রি করার জন্য ক্রেতা ঠিক করে ফেলেছে। মূল্য উঠেছে ছয় ট্রিলিয়ন পিনি। আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই ইয়ান আর নিলিকে হস্তান্তর করা হবে ক্রেতাদের কাছে। চিরতরে হারিয়ে যাবে তারা। কিন্তু অডিন দৃঢ়প্রতিজ্ঞ, যেভাবেই হোক উদ্ধার করবে ইয়ান আর নিলিকে। তারপর আবার ফিরে যাবে লিলিপুটদের গ্রহে যেখানে তাদের জন্য অপেক্ষা করে আছে হাজারো লিলিপুট।
শেষপর্যন্ত কি অডিন পেরেছিল ইয়ান আর নিলিকে উদ্ধার করতে?