বায়োবোট নিওক্সকে এগিয়ে আসতে দেখে পিহিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিওক্স এগিয়ে আসছে আর বলছে, পিহিনা আপনি কীভাবে মৃত্যুবরণ করতে চান?
পিহিনা বুঝতে পারল তার মৃত্যু আসন্ন। কারণ এখন আর তাকে কেউ সাহায্য করতে পারবে না। সে যে ছুটে পালিয়ে যাবে সেই উপায়ও নেই। তার একটা পা ধাতব শিকলে আটকানো। আবার বাইরে থেকে কেউ এসে যে তাকে উদ্ধার করবে সেই সম্ভাবনাও নেই। কারণ কেউ জানে না যে গোপন এই গবেষণাগারে সে একটা খাঁচার মধ্যে বন্দী যেখানে বিভিন্ন প্রাণীদের শরীরের উপর নানা ধরনের বৈজ্ঞানীক পরীক্ষা করা হয়।
পিহিনা যখন এরকম ভাবছে নিওক্স তখন তার একেবারে কাছে চলে এসেছে। নিওক্স লাল চোখে তার দিকে তাকিয়ে আবার বলল, পিহিনা বলুন আপনি কীভাবে মৃত্যুবরণ করতে চান? যদি না বলেন তাহলে আমি প্রথমে আপনার দুটো পা ভেঙ্গে ফেলব, তারপর ভাঙব দুই হাত, অতঃপর মাথাটাকে গুড়িয়ে মস্তিষ্ক বের করে আনব। সেই মস্তিষ্কের উপর দিয়ে আমি হেঁটে যাব।
পিহিনা বুঝতে পারল নিওক্স মিথ্যা বলছে না। কারণ কিছুক্ষণ আগে অন্য একজন মানুষকে নিওক্স ঠিক একইভাবে হত্যা করে তার মস্তিষ্কের উপর দিয়ে হেঁটে গেছে। পিহিনা হাল ছেড়ে দিল। সে বুঝতে পারল তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে, এখন সে ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। পিহিনা অনুমান করল, সে সত্যি মারা যাচ্ছে।
বস্তবে কী ঘটেছিল পিহিনার জীবনে? সত্যি কী শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছিল?