এলিয়েন নিনিটি এসেছে গিলিলিন গ্রহ থেকে। রিবিটের সাথে পরিচয় হলে সে জানায় সে এসেছে পৃথিবীকে রক্ষা করতে। কারণ ওটাচুন গ্রহের খিখিট প্রজাতির প্রাণি গিটু পৃথিবীতে অবতরণ করেছে। গিটু পৃথিবীর দখল নিতে চায়। এরই মধ্যে বেশ কয়েকজনকে অপহরণ করেছে গিটু। তাদের নিয়ে গভীর পানির নিচে গবেষণা শুরু করেছে। ভয়ংকর ইরোফেন গ্যাস দিয়ে পৃথিবীর সকল মানুষকে স্মৃতিহীন করে ফেলবে গিটু। তারপর কর্তৃত্ব গ্রহণ করবে পৃথিবীর। মানব সভ্যতা বলতে তখন আর কিছু থাকবে না, মানুষ তখন হবে গিটুর দাস।
নিনিটির কাছ থেকে সবকিছু শোনার পর রিবিট আর নিনিটি দুজনেই গিটুকে প্রতিহত করতে প্রাণপন চেষ্টা করতে থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। ঘটনাক্রমে রিবিট বন্দি হয়ে পড়ে গিটুর স্পেসশিপে। গিটু তখন গবেষণা শুরু করে রিবিটকে নিয়ে। অসহায় রিবিট তখন শুধু ছটফট করতে থাকে। কারণ কেউ নেই তাকে উদ্ধার করতে। এমন কি নিনিটিও নয়।
তাহলে কি হবে রিবিটের? আর কি ঘটবে মানব সভ্যতার? মানব সভ্যতা কি সত্যি ধ্বংস হয়ে যাবে? পৃথিবীতে মানুষের কর্তৃত্ব বলতে কি আর কিছু থাকবে না? পৃথিবী চলে যাবে ওটাচুন গ্রহের প্রাণি খিখিটদের দখলে?