রিবিট অদ্ভুত একটা ই-মেইল পেল।
প্রিয় রিবিট, আমার না তিশা। আমি তোমার একজন ভালো বন্ধু। আমি ’ধানমন্ডি লিটল মুন’ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ি। বিশেষ কারণে তোমার সাহায্য খুব প্রয়োজন। গতকাল আমার আব্বুর কাছে ’কালো মানুষ’ নামের কেউ একজন ফোন করে দশ লক্ষ টাকা চেয়েছে। ’কালো মানুষ’ বলেছে সে খুব ভয়ংকর, টাকা না দিলে সে আমাকে মেরে ফেলবে। আর পুলিশকে জনালে বেশি ক্ষতি হবে। আমার আব্বু-আম্মু খুব চিন্তিত হয়ে পড়েছে। এত টাকা দেয়ার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। রিবিট, প্লিজ আমাদের সাহায্য করো। আমি জানি একমাত্র তুমিই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধা করতে পারবে।
তোমার প্রিয় তিশা।
রিবিট ই- মেইলটা আবার পড়ল। সে বুঝতে পারল তিশা সত্যি বিপদে আছে। ভয়, উত্তেজনা বা যে কোনো কারণেই হোক নিজের ঠিকানা লিখতে ভুলে গেছে তিশা। রিবিট সিদ্ধান্ত নিল, সে তিশাকে সাহায্য করবে। রিবিট কি শেষ পর্যন্ত পেরেছিল তিশাকে সাহায্য করতে?