রোপৃথিবীতে প্রচলিত আইন উপেক্ষা করে প্রফেসর জন হিল্ডন নামের একজন অসাধারণ বিজ্ঞানী হুবহু মানুষের মতো দেখতে এবং মানুষের সমবুদ্ধিমান একটি রোবট তৈরি করে যেটির নাম রোবো। একইদিনে নিষিদ্ধ এক গোপন গবেষণাগার থেকে মুক্তি পায় অপূর্ব সুন্দরী মানব ক্লোন নিহা। ঘটনাক্রমে দেখা হয় দুজনের এবং দুজনেই সিদ্ধান্ত নেয় তারা মানব সমাজে মানুষের মতো বেঁচে থাকবে। কিন্ত ততক্ষণে পৃথিবীর নিরাপত্তা সংস্থার সদস্যরা জেনে যায় তাদের অস্তিত্বের কথা। তারা উঠে পড়ে লাগে দুজনকেই হত্যা করতে। কারণ পৃথিবীর প্রচলিত আইনে মানুষের সমান বুদ্ধিসম্পন্ন রোবট তৈরি এবং মানব ক্লোন সৃষ্টি – দুটোই কঠোরভাবে নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।
শেষ পর্যন্ত কী ঘটেছিল রোবো নিহার জীবনে?