ভিড়ের মধ্যে রিবিট হঠাৎই দেখতে পেল মুুখটা। মুখে একটা কাটা দাগও আছে। রিবিট নিশ্চিত এই সেই সালাম যাকে সে হন্যে হয়ে খুঁজছে। আর দেরি করল না। এগোতে শুরু করল সালামের দিকে। কিন্তু অতিরিক্ত ভীড়ের কারণে সে সামনে এগোতে পারছে না। এক সময় হঠাৎই সালাম হারিয়ে গেল ভীড়ের মধ্যে। রিবিট চারদিকে তাকিয়ে খুব সতর্কতার সাথে আবার খুঁজতে শুরু করল সালামকে। কিন্তু নেই, সালাম নেই, কোথাও তাকে দেখা যাচ্ছে না। এ মুহূর্তে এর থেকে ভয়ংকর আর কিছু তার জন্য হতে পারে না। কারণ সালামের কাছে একটা বোমা রয়েছে। কুখ্যাত সন্ত্রাসী ভেড়া সেলিমের নির্দেশে সালাম মিছিলে এই বোমার বিস্ফোরণ ঘটাবে। তারপর কি হবে আর ভাবতে চাচ্ছে না রিবিট। তাই সে বদ্ধপরিকর, সালামকে তার খুঁজে পাওয়া চাই-ই-চাই। আর তাকে সাহায্য করছে বস্তির অকুতোভয় সদাহাস্য কিশোর রতন। দুজনের আপ্রাণ চেষ্টায় সালামকে হাতের কাছে পেয়েও তারা ধরতে পারল না, সে ঠিকই ফঁসকে গেল। কিন্তু এত সহজে ছাড়ার পাত্র নয় রিবিট। তার থেকেও বেশি আগ্রহ যেন রতনের। যেভাবেই হোক তারা দুজন সালামকে রুখবেই। কিন্তু কোথায় সালাম? সালামের নাম গন্ধও নেই। তাহলে কীভাবে তারা রুখবে ভেড়া সেলিমের ভয়ংকর নাশকতামূলক কর্মকান্ডকে?
শেষ পর্যন্ত কি রিবিট আর রতন পেরেছিল ভেড়া সেলিমের বোমা বিস্ফোরণের মতো ভয়ংকর পরিকল্পনাকে নস্যাৎ করতে?