সবুজ চোখ, সবুজ চুল আর সবুজ পোশাকের প্রতিটি সবুজ মানব যেন সৌন্দর্যের এক একটি অপূর্ব প্রতিমা। অথচ এই সবুজ মানবদের গিনিপিগ বানিয়ে তাদের শরীরের ওপর ভয়ংকর সব পরীক্ষা চালানোর গোপন ষড়যন্ত্র শুরু করে জীববিজ্ঞানী লিভান। উদ্দেশ্য পূরণে সে তার গবেষণাগারে আটকে ফেলে সবুজ মানব অপূর্ব সুন্দরী নিরি এবং তরুণী কম্পিউটার প্রোগ্রামার তিলিনাকে। জীববিজ্ঞানী লিভান তখন তার ভয়ংকর আর লোমহর্ষক পরীক্ষা শুরু করে দুজনের ওপর। এক পর্যায়ে পৈশাচিক অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে তিলিনা। জ্ঞান ফিরে নিজের শরীরে চোখ পড়তে নিজেই আঁতকে ওঠে তিলিনা। লিভান তার শরীরের এ কি হাল করেছে! তিলিনা কি আর ফিরে পেয়েছিল তার পূর্বের জীবন?