বরকত সাদা শাড়ি পরা মেয়েটিকে মুহূর্তের জন্য দেখল। তারপর হঠাৎই হারিয়ে গেল মেয়েটি। অপূর্ব সুন্দরী মেয়েটি কীভাবে মুহূর্তের মধ্যে হারিয়ে গেল সে ঠিক বুঝে উঠতে পারল না। এরপর তার কাছে একটি ফোন এলো। নম্বর শূন্য, শূন্য, শূন্য। এরকম কোনো নম্বর হতে পারে না। অথচ কল এসেছে। ফোন রিসিভ করে দেখে একটি মেয়ের গলা। কথা বলতে গিয়ে বুঝতে পারল এই মেয়েই সেই মেয়ে যাকে সে দেখেছে। কিন্তু কোথায় সেই মেয়ে? অতঃপর হঠাৎ হঠাৎ এসে অদৃশ্য হয়ে যেতে থাকল মেয়েটি। কখনো কখনো মাঝ রাতেও আসে। প্রত্যেকবারই সে কী যেন বলতে চায়। কিন্তু বলতে পারে না। শেষে বুক ভরা দুঃখ নিয়ে ফিরে যায় অজানা জগতে। এরইমধ্যে বাড়িতে একজনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। একজনের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতে মারা যায় দ্বিতীয়জন। বরকত অনুমান করে এবার হয়তো তার পালা। কারণ যাদের মৃত্যু ঘটছে তারা তার আপন না হলেও খুব কাছের। কে ঘটাচ্ছে এই হত্যাকান্ড? একসময় সন্দেহ হতে থাকে অপূর্ব সুন্দরী মেয়েটিকে। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে।
শেষ পর্যন্ত কী ঘটেছিল বরকতের ভাগ্যে? আর মেয়েটিও বা কে ছিল? কেন বার বার আসত বরকতের কাছে?